নায়িকা পরীমনি বুধবার (২৫ নভেম্বর, ২০১৫) ঢাকার সিএমএম আদালতে অনলাইন পত্রিকা প্রিয় ডটকমের সম্পাদক ও এর চলচ্চিত্র প্রতিবেদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করলেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে তিনি এ মামলাটি নথি বদ্ধ হয়।
পরীমনির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় পরীর জবানবন্দি নেন। পরে আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আরজিতে উল্লেখ করা হয়, অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের প্রতিবেদক মাহমুদ উল্লাহ পরীমনি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু পরীমনি তা দিতে অস্বীকার করায় ওই প্রতিবেদক তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। গত ১৭ নভেম্বর প্রতিবেদক মোহাম্মাদুল্লাহ তার সম্পাদক জাকারিয়া স্বপনের সহযোগিতায় প্রিয় ডটকমে পরীমনি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেন যাতে তার মানহানি করা হয়েছে।
এ প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরীমনি মাদক সেবন করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান এবং এক সংসদ সদস্যের জোরে তিনি কাউকে পরোয়া করেন না।
এ বিষয়ে পরীমনি বলেন, ‘বাধ্য হয়েই আমি এ মামলা করেছি। আমার অভিনীত ও প্রযোজিত সিনেমা মহুয়া সুন্দরী মুক্তি পাওয়ার তিনদিন আগে আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করে অনলাইন পত্রিকা প্রিয় ডটকম। এতে আমার সিনেমাটি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে উদ্ভট ও বানোয়াট খবর ছেপে পত্রিকাটি আমাকে সারা দেশের মানুষের কাছেই হেয় করেছে। তাদের ওই খবরটির ফলে আমার যে সন্মানহানি হয়েছে তা অপূরণীয়।’
গত ২০ নভেম্বর পরীমনি অভিনীত মহুয়া সুন্দরী সিনেমা মুক্তি পেয়েছে। রওশন আরা নিপা পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি প্রযোজনা করেন পরীমনি ।