জনপ্রিয় মডেল-অভিনেত্রী লাক্স তারকা মেহজাবিন প্রথমবারের মত একই নাটকে অভিনয় করলেন তরুণ প্রজন্মের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান ও জন এর সাথে। আসছে ভালবাসা দিবস উপলক্ষে আফসানা কাশেম মিমির গল্প অবলম্বনে শাফায়েত মনসুর রানার চিত্রনাট্য ও পরিচালিত ''হাতটা বাড়িয়ে দাও না'' নাটকে মেহজাবিনকে দেখা যাবে এই দুই শিল্পীর সাথে। ''ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প'' ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি হয়েছে এটি। নাটকটিতে মেহজাবিন অভিনীত চরিত্রটির নাম অনীষা। নাটকের গল্পে দেখা যাবে অনীষাকে সবাই মনে করে পাগলাটে। কিন্তু তার ভেতরের কষ্টগুলোকে কেউ বোঝে না, বুঝতে পারে না তাকেও। এমন সময় তার জীবনে আসে ছোট্ট জোহান, যার মুখ চেয়ে কষ্ট ভোলে সে, পুরোদস্তুর মা হয়ে বাচ্চাটাকে সামলায়। কিন্তু অনীষাকে সারাজীবন সামলে রাখবে কে? কেউ কি আসবে তার জীবনে? এসব উত্তর মিলবে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিতব্য এই নাটকে।
প্রথমবারের মত মেহজাবিন
জনপ্রিয় মডেল-অভিনেত্রী লাক্স তারকা মেহজাবিন প্রথমবারের মত একই নাটকে অভিনয় করলেন তরুণ প্রজন্মের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান ও জন এর সাথে। আসছে ভালবাসা দিবস উপলক্ষে আফসানা কাশেম মিমির গল্প অবলম্বনে শাফায়েত মনসুর রানার চিত্রনাট্য ও পরিচালিত ''হাতটা বাড়িয়ে দাও না'' নাটকে মেহজাবিনকে দেখা যাবে এই দুই শিল্পীর সাথে। ''ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প'' ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি হয়েছে এটি। নাটকটিতে মেহজাবিন অভিনীত চরিত্রটির নাম অনীষা। নাটকের গল্পে দেখা যাবে অনীষাকে সবাই মনে করে পাগলাটে। কিন্তু তার ভেতরের কষ্টগুলোকে কেউ বোঝে না, বুঝতে পারে না তাকেও। এমন সময় তার জীবনে আসে ছোট্ট জোহান, যার মুখ চেয়ে কষ্ট ভোলে সে, পুরোদস্তুর মা হয়ে বাচ্চাটাকে সামলায়। কিন্তু অনীষাকে সারাজীবন সামলে রাখবে কে? কেউ কি আসবে তার জীবনে? এসব উত্তর মিলবে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিতব্য এই নাটকে।