BREAKING NEWS

লাইফস্টাইল

বাংলা জোকস

সেক্স নিউজ

বিনোদন

বলিউড

ঢালিউড

সংবাদ

সংবাদ

প্রতিদিন 1000+ টাকা অনলাইন এ ইনকাম করুন মোবাইল দিয়ে


টাকা আয় করুন সেল্‌ফ ডিজিটাল বিজনেস প্লাটফর্ম থেকে।

মোবাইলে ইনকাম করতে কে না চায় বলুন? তাই আপনার এই সমস্যার সমাধান এবং একটি বিরাট সুযোগ নিয়ে আজকে হাজির হলাম। 
আমি আজ যেই সাইট টির কথা বলবো তা হচ্ছে একটি এফিলিয়েট মার্কেটিং বিজনেস প্লাটফর্ম Self Digital Business Platform. বিস্তারিত জানতে হলে নিচেই পড়তে থাকুন;
Self Digital Business Platform হচ্ছে একটি ই-কমার্স বেজ ভিত্তিক অনলাইন বিজনেস প্লাটফর্ম।এখানে মোট ৩২ টি ফিচার্স নিয়ে কাজ করা হয়ে থাকে,তবে বর্তমানে মোট ৭ টি ফিচার্স চলমান রয়েছে,আর বাকি প্রজেক্ট এর ফিচার্সগুলো শীঘ্রহই আসছে। সাইটটির মূল ফাংশন হচ্ছে সকল ধরনের ব্যাবসায় কে আইটি সেক্টরে তুলে নেওয়া ও সেখানে থেকে ইনকাম করা।এটি প্রতিষ্ঠিত হয় ১৪ই এপ্রিল ২০১৮ তে;দীর্ঘ ২ বছর ধরে সেবা দিয়ে ও বিজনেস করে ইনকামের নিউ ফিচার্স খুলে দেওয়া এই সাইট টির মেইন অফিস চট্টগ্রামের গোলপাহাড় মোড়ে অবস্থিত।এটি মূলত একটি এফিলিয়েট মার্কেটিং এন্ড আইটি সেক্টর এর বিজনেস 
This is My Refer Code 357756 



শাকিবের টানে ঢাকায় আসছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী

শাকিব  শ্রাবন্তী

প্রথমবারের মতো ঢাকায় আসছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারী’ ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতেই তার এই আগমন।

এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে শ্রাবন্তীর দেখা মিলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘শিকারী’ ছবির চিত্রধারণের কাজ। তার আগে আগামী ৭ মার্চ সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শাকিব খানের সঙ্গে স্বশরীরে যোগ দিবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এদিকে কলকাতার এসকে মুভিজের একটি দল ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে। etc binodon

এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘শিকারীর মহরতে যোগ দেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন শ্রাবন্তী। ৭ মার্চ দুপুরে বিমান যোগে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার।’

শিকারী’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত এবং কলকাতার জয়দেব। ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, লিলি চক্রবর্তী, রেবেকা পারভীন, আলেকজান্ডার বো, সুব্রত ও সব্যসাচী চক্রবর্তী। etc binodon

পর্দায় নিজেকে দেখে মুগ্ধ অরিন ‘ছিন্নমূল’

লাক্স তারকা অরিনর

লাক্স তারকা অরিনের প্রথম ছবি ‘ছিন্নমূল’ আজ শুক্রবার মুক্তি পেয়েছে। ক্যারিয়ারের প্রথম ছবি দেখার পর অরিন বলেছেন, ‘নিজেকে বড়পর্দায় দেখে আমি শুধু মুগ্ধ হয়েছি।’
মা ও ভাইকে নিয়ে আজ মধুমিতা সিনেমা হলে ‘ছিন্নমূল’ ছবিটি দেখেছেন অরিন। তবে সাধারণ বেশে নয়, মধুমিতা সিনেমা হলে তাঁকে ঢুকতে হয়েছে বোরকা পরে। কারণ কেউ যেন নায়িকাকে চিনে না ফেলেন। etcbinodon
নিজেকে বড়পর্দায় আজই প্রথম দেখলেন অরিন। মোবাইল ফোনে তিনি জানালেন, ‘দর্শকেরা আমাকে দেখে তালি দিচ্ছিল, চিৎকার করছিল, এটা খুব ভালো লাগছিল। দর্শকদের প্রতিক্রিয়া বোঝার জন্যই বোরকা পরে গেছি। দেখলাম কেউ নেতিবাচক কথা বলেনি।’
নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে অরিন বলেন, ‘কিছু কিছু জায়গা দেখে মনে হয়েছে আরও একটু ভালো হওয়া দরকার ছিল। তবে আজ আর মূল্যায়নের কথা মাথায় আসেনি। নিজেকে দেখে শুধু মুগ্ধ হয়েছি।’ অরিন জানালেন, একজন পরিচালক ও পরিবারের বেশ কয়েকজন সদস্য তাঁর কাজের বেশ প্রশংসা করেছেন।
ছিন্নমূল’ ছবিতে নায়ক মারুফের বিপরীতে অভিনয় করেছেন অরিন। দুটি আইটেম গান ছাড়াও ছবিতে রয়েছে একটি রোমান্টিক গান। ছবিটি পরিচালনা করেছেন স্বনামধন্য পরিচালক কাজী হায়াৎ​।
ইতিমধ্যে আরও পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নতুন অভিনয়শিল্পী। পোশাককর্মীদের নিয়ে তৈরি হওয়া ‘বিধ্বস্ত’ ছবির শুটিং প্রায় অর্ধেক শেষ করেছেন এই শিল্পী।etcbinodon

Style Lessons To Learn From Urvashi Rautela

 model

Urvashi Rautela (born February 25, 1994) is an Indian actress, model and beauty pageant titleholder who appears in Bollywood films. She made her Bollywood debut in Anil Sharma’s action-romance film Singh Saab the Great. Urvashi Rautela has won the I Am She – Miss Universe India in 2012 but was dethroned from crown due to a controversy over her age but in 2015 she was crowned Miss Diva – 2015 and represented India at Miss Universe 2015 pagean.

Early life and education

Urvashi had planned her career in engineering and appeared for IIT exams. But, while in school, she began participating beauty shows and pageants at age of 17. She won Miss Universe India 2012 and Miss Tourism Queen of the Year in 2011 held in China. She was the winner of Miss Asian Super Model 2011 in South Korea.

Career - etc binodon

She won the title of “Miss Asian Supermodel 2011” in South Korea. She then competed in Miss Tourism Queen of the year International and won the title. She starred opposite Sunny Deol in the film Singh Saab The Great She has appeared in Yo Yo Honey Singh’s international video album “Lovedose” which released in October 2014. Rautela will star as the protagonist of Mr. Airavata, an action love story opposite Darshan Thoogudeep.
On 26 June 2015 she was selected as one of the actress in the third installment of Masti (film series) known as Great Grand Masti.

বাগদান সেরে ফেললেন পরীমনি

পরীমনি

বাগদান সেরে ফেললেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। ভালোবাসা দিবসের প্রথম প্রহরেই ঘটনাটা ঘটিয়ে ফেললেন তিনি। পরীমনির ভাষায়, আমার হবু বর শনিবার রাতে হঠাৎ চাঁদপুরে এসে উপস্থিত হয়। ভালোবাসা দিবসের প্রথম প্রহরে আমার অনামিকায় আংটি আর গলায় নেকলেস জড়িয়ে দেয়। আমিও তার অনামিকায় আংটি পরিয়ে দেই। বন্ধু বান্ধব ও শুটিং স্পটের সবাইকে অবাক করে দিয়ে বাস্তবেই এমন ঘটনা ঘটল। আমাদের ভালোবাসা ইতিহাস হয়ে রইবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পরীমনি বাগদান সম্পন্ন করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘ইতিহাস করে রাখবো ভালোবাসা।’ এই অভিনেত্রী বর্তমানে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে আভিনয়ের জন্য চাঁদপুরে আছেন। অনেকটা হঠাৎ করেই বাগদান ঘটল সেখানে।
পরীমনি বলেন, আমি নিজেও বুঝতে পারিনি কি করে কি হয়ে গেল। ভালোবাসা আসলেই এক আজব জিনিস। এতদিন পর্দায় বুঝেছি। এবার বাস্তবে অনুধাবন করলাম। সারলাম বাগদান।’ কেন হুট করে সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, মন থেকে সাড়া পেলাম, তাই হয়ে গেলো। তাছাড়া ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতেই এ সিদ্ধান্ত।’
পাত্র সম্পর্কে এখনো না জানালেও পরীমনি জানালেন, শিগগির আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নিমন্ত্রণে এসে জেনে নিবেন। দেখে নিবেন আমার হবু বরকে। তবে এতটুকু আশ্বস্ত করতে পারি, পাত্র মিডিয়ার কেউ নন । সে পেশায় একজন ব্যবসায়ী। প্রায় চার মাস যাবৎ তার সাথে পরিচয়। ইতিমধ্যে আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করেছি। দেখিয়েছি প্যাশন। ব্যাটে বলে মিলে যাওয়াতে বাগদানটা হয়ে গেল।

বিকিনিতে আসছেন আলিয়া

alia-shahid

কিছুদিন আগেই প্রকাশ হয়েছিলো শহিদ কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম ছবি ‘শানদার’র গান ‘গুলাব’র ভিডিও। সেই জ্বরে যখন ভুগছে সোশাল মিডিয়া সেই সময় মুক্তি পেল ‘শানদার’র টাইটেল ট্র্যাক ‘এ সাম শানদার’।
বুধবার নিজের টুইটার ওয়ালে গানটির ভিডিও পোস্ট করেছেন শহিদ কাপুর। প্রকাশের মাত্র একদিনেই ভিডিওটি ভাইরালে পরিণত হয়েছে। এরইমধ্যে এটি তিন লাখেরও বেশিবার দেখা হয়েছে। বুঝাই যাচ্ছে আলিয়া নিজের প্রিয় নায়ক শহিদের সাথে জুটিটা বেশ জমিয়ে তুলেছেন।
কমেডি বেস লাভস্টোরি নিয়ে তৈরি হচ্ছে ‘শানদার’ ছবিটি। ডেসটিনেশন অফ ম্যারেজ নিয়ে এগিয়েছে গল্পের কাহিনি। এই ছবিতে ওয়েডিং প্ল্যানার জগজিন্দর যোগিন্দরের ভূমিকায় অভিনয় করছেন শহিদ। ছবিতে আলিয়ার চরিত্রের নামও আলিয়া। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’র পর ‘শানদার’-এ দ্বিতীয় বার বিকিনিতে দেখা যাবে আলিয়াকে। এছাড়া এই ছবিতে প্রথমবারের মতো বাবা পঙ্কজ কপুরের সঙ্গে অভিনয় করছেন শাহিদ।

ভালোবাসা দিবস

ভালোবাসা দিবস

দরজায় কড়া নাড়ছে ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন’স ডে। এ দিবস উপলক্ষে এ বছর রোববার (১৪ ফেব্রুয়ারি) পরিণত হবে উৎসবের দিনে। সৌন্দর্য আর ভালোবাসার প্রতীক লাল গোলাপ হাতে এ দিন প্রিয়জনকে ভালোবাসার কথা জানাবেন অনেকেই।

ভালোবাসা প্রকাশ করতে প্রিয়জনকে লাল, গোলাপি, সাদা, কালো, কমলা, পার্পল ও হলুদ গোলাপ উপহার দেয়া হয়। আর এ কারণেই বছরের অন্যান্য সময়ের চেয়ে ১৪ ফেব্রুয়ারি গোলাপের চাহিদা থাকে তুলনামূলক হারে অনেক বেশি। তাই শুধু প্রেমিক-প্রেমিকাই নন, এ দিনের অপেক্ষায় প্রহর গুণতে থাকেন গোলাপ চাষিরাও।সারা বছর গোলাপ চাষে যে খরচ হয়, তা পুষিয়ে নিতে ভালোবাসা দিবসে তাই আগুন ঝরে গোলাপের দামে। যেমন, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তিনশ গোলাপ ১৪’শ টাকায় বিক্রি হলেও শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিক্রি হয়েছে দুই ‍হাজার টাকায়। এছাড়া শনিবার (১৩ ফেব্রুয়ারি) ও রোববার (১৪ ফেব্রুয়ারি) তিনশ গোলাপ তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হবে বলে আশা প্রকাশ করছেন চাষিরা। etcbinodon
ভালোবাসা দিবসকে সামনে রেখে তাই গোলাপ পরিচর্যাও বাড়িয়ে দিয়েছেন চাষিরা। সাভারের বিরুলিয়া আইঠর গ্রামের গোলাপ চাষি আব্দুল মজিদ। ধার-দেনা করে ৫ লাখ টাকায় আড়াই বিঘা জমি বর্গা নিয়ে গোলাপ চাষ করেছেন তিনি। বছর ধরে অপেক্ষা করেছেন তিনি ভালোবাসা দিবসের

আব্দুল মজিদ বাংলানিউজকে বলেন, আড়াই পাকি (আড়াই বিঘা) জমি পত্বন (বর্গা) নিয়া গোলাপ চাষ করছি। দুই লাখের উপরে দিনা (ঋণ)। দামে গোলাপ বিকাবো (বিক্রি) তাই বছর ধরে ভালোবাসা দিবসের অপেক্ষা। তবে প্রেমিক-প্রেমিকারা যে রেটে গোলাপ কেনে, তার অর্ধেকও আমাদের হাতে আহে না। ভালোবাসা দিবস

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিরুলিয়া ইউনিয়নের প্রায় ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে গোলাপ চাষে জড়িত। বাকি ২০ শতাংশ মানুষ লাউসহ নানা সবজি চাষ করেন। বিরুলিয়া ইউনিয়নের আইঠর, আউকপাগড়া, মোস্তাপাড়া, বাগ্নিবাড়ি ও শ্যামপুর গ্রামের বিস্তির্ণ এলাকাজুড়ে শুধু চোখ জুড়ানো গোলাপের বাগান।

গোলাপের কলম দিয়ে পূণরায় চাষ বাড়ানো যায়। ডগা দিয়ে তৈরি করা যায় কলম। কলম লাগানোর চার-পাঁচ মাস পর পাওয়া যায় কাঙ্ক্ষিত গোলাপ। কলম ১৮-২০ টাকা দরে বিক্রি করা যায়। ভালোমতো যত্ন ও জৈব সার প্রয়োগ করলে একটি গাছ থেকে ২০-২৫ বছর গোলাপ পাওয়া যায়। আর বছরে পাওয়া যায় গড়ে ৫০টি ফুল। ভালোবাসা দিবস
সুন্দর গোলাপ ফুল চাষ করতে অনেক ঘাম ঝরাতে হয় চাষিদের। কলম লাগানোর আগে জমির মাটি এক হাত গর্ত করতে হয়। এরপর জৈব সার দিয়ে কিছুদিন ফেলে রাখতে হয়। জৈব ও রাসায়নিক সার দিয়ে জমিতে গোলাপের চারা লাগানো হয়। প্রতিমাসে একবার করে আগাছা পরিষ্কার করতে হয় এ জমিতে। নিয়মিত সেচ ও পরিচর্যাও করতে হয়।

একটি গোলাপের কুড়ি ফুটে গেলে দু’দিন পর্যন্ত জমিতে রাখা যায় তা। এদিকে, ভালোবাসা দিবসে সরবরাহ বেশি রাখতে দিবসের আগেভাগে ফুল সংগ্রহ কমিয়ে দেন চাষীরা। ভালোবাসা দিবস

এ ব্যাপারে মোস্তাপাড়া গ্রামের গোলাপচাষি সর্দার নজিবুল্লাহ বাংলানিউজকে বলেন, আল্লাহ দিলে অন্যসুম (অন্য সময়) থেকে ভালোবাসা দিবসে ফুলে ভালো ট্যাকা আইবার নাগে। ভালোবাস দিবসে ভালো দামে গোলাপ বিক্রি করবো তাই এহন ফুল কম তুলি। ভালোবাসা দিবস

ভালোবাসা দিবসে তিশা-তাহসান

তিশা-তাহসান

‘তোমায় ভেবে লেখা’ নাটকে অভিনয় করছেন তাহসান ও তিশা। ইমরাউল রাফাত পরিচালিত এই নাটকের শুটিং হয়েছে গতকাল সোমবার রাজধানীর উত্তরায়। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে নাটকটি একটি টেলিভিশনে প্রচারিত হবে। ছবি: DigitalBappy

ভালোবাসা দিবসে দীপিকার পাশে

দীপিকা

এই মুহূর্তে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আছেন সুদূর কানাডায় হলিউডের ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির শুটিংয়ে। আর রণবীর ছিলেন ভারতে। ছিলেন, কিন্তু তিনিও এখন কানাডায়। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই বিশেষ দিনে দীপিকার কাছ থেকে দূরে থাকতে চাননি রণবীর। কিন্তু দীপিকা যে সুদূর কানাডায়! অগত্যা প্রেমিকার পাশে থাকতে হাতের সব কাজ শিকেয় তুলে রণবীর সিংই উড়াল দিয়েছেন কানাডায়।

এবারের ফিল্মফেয়ার পুরস্কারের আসরেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রেমকে দুজনের পরিবারই স্বীকৃতি দিয়েছে। ফিল্মফেয়ারের আসরে রণবীর ও দীপিকা দুজনের মা-বাবাই পাশাপাশিই বসেছিলেন। পুরস্কার নেওয়ার আগেও তাঁরা উভয়েই আশীর্বাদ নিয়েছেন সবার কাছ থেকে। পুরস্কার ঘোষণার সময়ও দুজন যখন পরস্পরকে আলিঙ্গন করেছেন, টিভির পর্দাজুড়ে সে সময় তাঁদের ক্যামেরায় ধরেছেন আলোকচিত্রী। সে সময়েই সবাই টের পেয়েছেন দুজনের সম্পর্ক।
‘রাম-লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে ওঠে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে। একসঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও সে সময় ঘন ঘন দেখা গেছে এ জুটিকে। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের প্রেম নিয়ে জোর গুঞ্জন ছড়ায় বলিউডে।
কিছুদিন আগে রণবীর স্বীকারও করেছেন যে তাঁর জীবনে বিশেষ স্থান দখল করে আছেন দীপিকা।
মিড-ডে। ইন্দো-এশিয়ান নিউজ।

নতুন বিজ্ঞাপনে পরীমনি

পরীমনি

দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার কাজ করতে যাচ্ছেন আরও একটি নতুন টিভি বিজ্ঞাপনে। আর নতুন বিজ্ঞাপনটি হলো ''রাঙাপরী মেহেদী''এর। আগামী ২৬ ফেব্রুয়ারী এই বিজ্ঞাপনটির কাজ করতে পরীমনি ভারত যাচ্ছেন। সেখানে বিজ্ঞাপনটির শুটিং শেষ করে ২৯ ফেব্রুয়ারী থেকে আবার তার অভিনীত নতুন চলচ্চিত্র ও গিয়াসউদ্দীন সেলিম পরিচালিত ''স্বপ্নজাল'' এর শুটিং এ অংশগ্রহণ করবেন। উল্লেখ্য,এর আগে সর্বশেষ পরীমনিকে ''তিব্বত স্যান্ডেলিনা সোপ''র বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো। এছাড়া এই মুহুর্তে পরীমনি ''স্বপ্নজাল'' চলচ্চিত্রটির শুটিং এর জন্য চাঁদপুরে অবস্থান করছেন। চলচ্চিত্রটিতে পরীমনির বিপরীতে রয়েছেন নতুন নায়ক ইয়াশ রোহান। গেল ১০ ফেব্রুয়ারী থেকে চাঁদপুরে শুরু হওয়া এই চলচ্চিত্রটির শুটিং চাঁদপুরে চলবে টানা একমাস। এরপর আসছে এপ্রিলের প্রথমদিকে কলকাতায় ছবিটির বাকী অংশের শুটিং হবে। ছবিটির নির্মাতা গিয়াসউদ্দীন সেলিম সুত্রে জানা গেছে ছবিটি এই বছরেই মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে।

প্রথমবারের মত মেহজাবিন

মেহজাবিন


জনপ্রিয় মডেল-অভিনেত্রী লাক্স তারকা মেহজাবিন প্রথমবারের মত একই নাটকে অভিনয় করলেন তরুণ প্রজন্মের দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান ও জন এর সাথে। আসছে ভালবাসা দিবস উপলক্ষে আফসানা কাশেম মিমির গল্প অবলম্বনে শাফায়েত মনসুর রানার চিত্রনাট্য ও পরিচালিত ''হাতটা বাড়িয়ে দাও না'' নাটকে মেহজাবিনকে দেখা যাবে এই দুই শিল্পীর সাথে। ''ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প'' ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি হয়েছে এটি। নাটকটিতে মেহজাবিন অভিনীত চরিত্রটির নাম অনীষা। নাটকের গল্পে দেখা যাবে অনীষাকে সবাই মনে করে পাগলাটে। কিন্তু তার ভেতরের কষ্টগুলোকে কেউ বোঝে না, বুঝতে পারে না তাকেও। এমন সময় তার জীবনে আসে ছোট্ট জোহান, যার মুখ চেয়ে কষ্ট ভোলে সে, পুরোদস্তুর মা হয়ে বাচ্চাটাকে সামলায়। কিন্তু অনীষাকে সারাজীবন সামলে রাখবে কে? কেউ কি আসবে তার জীবনে? এসব উত্তর মিলবে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিতব্য এই নাটকে।

রঙিন কাজলের ছোঁয়া


ইদানীং পোশাক বা শাড়ির রংয়ের সঙ্গে মিলিয়ে কাজলের রং ব্যবহার করার ফ্যশন চলছে। চোখে কীভাবে কী রকম কাজল ব্যবহার করবেন সে বিষয়ে কিছু পরামর্শ আপনাদের জন্য। চোখের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং অনুষ্ঠানের ধরণ বুঝে একটুখানি কাজলের রেখা ঠিকঠাকভাবে চোখে টেনে নিতে পারলে সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। প্রত্যেকের চোখের আকৃতি আলাদা আলাদা হয়। কারো চোখ ছোট আবার কারো চোখ বড়। কাজলের ছোঁয়া কারো চোখ টানাটানা আবার অনেকের চোখ ভাসাভাসা। চোখের পাপড়িতেও থাকে ভিন্নতা। তাই কাজল লাগানোর আগে অবশ্যই চোখের ভাষা বুঝতে হবে। ঠিকভাবে কাজলের ব্যবহার শুধু আপনার চোখ নয়, বরং চেহারার অনেক খুঁতও অনায়াসেই ঢেকে দিতে পারে। শুধু কাজলেই চোখের সাজ সম্পূর্ণ হয় না, প্রয়োজন অনুযায়ী আইল্যাশ ব্যবহার করুন। সেই সঙ্গে মাসকারা অবশ্যই লাগবে। এছাড়াও কাজলকে আরও আধুনিক করতে ব্লেন্ড গোল্ডেন অথবা সিলভার আইশ্যাডো দিয়ে হাইলাইট করুন। এরপর পছন্দের যে কোনো রংয়ের কাজল নিয়ে চোখের ভেতর থেকে চোখের বাইরে পর্যন্ত টেনে দিন। চোখের নিচের পাতার কোণের সঙ্গে কাজল টেনে ওপরের অংশের সঙ্গে মিলিয়ে দিন। সব সময় চোখের ভেতরের অংশ থেকে শুরু করে লাইন টেনে চোখের বাইরের অংশে ধীরে ধীরে রেখাটা মোটা করতে হবে। চোখের নিচের পাতার কোণের সঙ্গে কাজল টেনে ওপরের অংশের সঙ্গে মিলিয়ে দিন। অনেকেরই চোখ ভেতর দিকে থাকে। তাদের চোখে ভাসাভাসা ভাব আনতে আঙুল দিয়ে চোখের কাজল লাগানোর পর আলতোভাবে ব্লেন্ড করে নিন। চোখে নমনীয়তা ও সজীবতা দুটোই ফিরে আসবে। এরপর ব্যবহার করুন মাসকারা। আর কিছু দরকার নেই। এভাবেই মনের মাধুরী মিশিয়ে চোখ আকর্ষণীয় করে তুলুন। আজকাল নানান ব্র্যান্ডের কাজল পাওয়া যায়। প্রত্যেকেরই আলাদা আলাদা পছন্দ থাকতে পারে। যে রকমই নিন সমস্যা নেই, শুধু ভালো মানের কাজল ব্যবহার করুন। কারণ চোখ খুবই স্পর্শকাতর। তাই কাজল ব্যবহারে অবশ্যই সচেতন হতে হবে। অনুষ্ঠানের ধরণ বুঝে চোখে কাজল দিন। অবশ্যই পানিরোধক কাজল ব্যবহার করুন। নয়তো অনেক সময় কাজল লেপটে গিয়ে মেইকআপের বারোটা বাজিয়ে দেয়। তাই খুবই সচেতনভাবে কাজল পরতে হবে। যদি হাতের কাছে ওয়াটারপ্রুফ কাজল না থাকে তবে যে কোনো কাজল ব্যবহার করে তাতে একই রংয়ের আইশ্যাডো দিয়ে একটু ব্লেন্ড করে দিন। তাহলেই অনেকক্ষণ কাজল সুন্দর থাকবে। লেপটে যাওয়ার ভয় থাকবে না। - See

ঐশ্বরিয়ার নতুন ছবির শুটিং শুরু

ঐশ্বরিয়া রাই

জজবা ছবি দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর অভিনয়ে ফিরেছেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। তারপরই তিনি চুক্তিবদ্ধ হন ‘এ দিল হ্যায় মুশকিল’ নামের ছবিতে।
জনপ্রিয় নির্মাতা করণ জোহর পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে লন্ডনে। ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরো অভিনয় করেছেন রনবীর কাপুর এবং অনুশকা শর্মা।
এই ছবিতে অভিনয় করা নিয়ে ঐশ্বরিয়া জানান, ‘করণের ‍মুখে ‘এ দিল হ্যায় মুশকিল’র গল্প শুনেই পছন্দ হয়েছে। তাই না করতে পারেননি। তাৎক্ষণিকভাবেই সম্মতি জানিয়েছি। তাছাড়া এখানে রনবীর ও আনুশকার মতো নতুন প্রজন্মের তারকাদের সাথে কাজ করার মজাটাও হবে দারুণ।’
এই অভিনেত্রী আরো জানিয়েছেন, ‘করণ জোহর সবসময় ভালবাসার ছবি নির্মাণ করতে পছন্দ করেন। এখানে তার গ্রহণযোগ্যতা সর্বত্র। নতুন ছবিটিও ভালোবাসার। এখানে দর্শকরা ত্রিকোণ প্রেমের ছোঁয়া পাবেন বলে জানালেন ঐশ্বরিয়া।

অবশেষে ডিপজল


অবশেষে ডিপজল অবশেষে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের ডেঞ্জারম্যান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল আসছেন তার অভিনীত 'অনেক দামে কেনা' ছবি নিয়ে। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মাহি ও বাপ্পি। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি আগামী ১৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে। ছবির গল্পে দেখা যাবে, ডিপজল একজন ভালো মানুষ। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো সন্মান করে। এদিকে প্রেমে ছেঁকা খেয়ে ডিপজল রাতে মনের দুঃখে মদ পান করেন। ডিপজল বাপ্পিকে মদ খেয়ে তার প্রেমের করুণ কাহিনী শোনাতে থাকেন। তখন ফ্ল্যাশব্যাকে ডিপজল-মাহির প্রেম কাহিনী ভেসে ওঠে। অনেক আগেই ছবির কাজ শেষ হয়। তবে কোন এক অজানা কারণে 'অনেক দামে কেনা' ছবির মুক্তির তারিখ পেছাতেই থাকে। গুঞ্জন আছে এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে ডিপজল ও মাহির সম্পর্কের অবনতি ঘটার কারণেই ছবির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে।

অঙ্গারের আইটেম গানে শুভশ্রী


কলকাতার নায়িকা হলেও বাংলাদেশে দর্শকদের কাছে জনপ্রিয় শুভশ্রী। অতীতে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে তিনি অভিনয়ও করেছিলেন।
এবার ‘অঙ্গার’ ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আইটেম গানে। বিষয়টি জানালেন ছবির নির্মাতা ওয়াজেদ আলী সুমন।
তিনি বলেন, ‘অক্টোবরের ১০ তারিখ কলকাতায় আইটেম গানটির দৃশ্যায়ন করা হবে। এ ব্যাপারে শুভশ্রীর সাথে চূড়ান্ত কথা হয়েছে এবং তিনি পারফর্ম করার জন্য রাজিও হয়েছেন।’
‘অঙ্গার’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন কলকাতার ওম ও বাংলাদেশের নবাগতা জলি। গেল বৃহস্পতিবার থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জী। সংগীত পরিচালনায় আছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ইমন সাহা। সংলাপ লিখেছেন জাকির হোসেন রাজু আর কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

নুসরাত ফারিয়ার মিথ্যাচার

নুসরাত ফারিয়ার
বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দা থেকে চলচ্চিত্রে আসা নুসরাত ফারিয়া। বিঞ্চু দত্তের ‘গোয়াহ’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে ফারিয়ার বলিউড যাত্রায় খুশির জোয়ার বইছে শোবিজে। কিন্তু একটি মিথ্যাচারে আহত হচ্ছেন দেশের চলচ্চিত্রপ্রেমীরা। ফারিয়া বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন বলিউডে অভিনয় করা তিনিই প্রথম বাংলাদেশি নায়িকা। কিন্তু বলিউডে ফারিয়ার আগে বেশ কয়েকজন বাংলাদেশি নায়িকাই অভিনয় করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকাই ছবির সোনালী দিনের দর্শকপ্রিয় নায়িকা শাবানা, রোজিনা, ববিতা ও নুতন অভিনয় করেছেন বলিউডের ছবিতে। তারমধ্যে শাবানা ও রোজিনা ছবির মূল নায়িকা হয়ে কাজ করেছেন রাজেশ খান্না ও মিঠুন চক্রবর্তীর বিপরীতে।
কিন্তু সেইসব খোঁজ খবর না করেই, কোনো রকম তথ্য যাছাই-বাছাই না করেই ফারিয়া সর্বত্র বলে বেড়াচ্ছেন তিনিই বলিউডে সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি। দেশের প্রথম সারির সব দৈনিক ও অনলাইনেই নিউজ পোর্টালের নিউজ ও সাক্ষাতকারে এই ভুল তথ্য দিচ্ছেন তিনি। গণমাধ্যমগুলোও সাত পাঁচ না ঘেঁটে তাই ছেপে যাচ্ছেন। গণমাধ্যমে ফারিয়া বলেছেন, ‘আমিই প্রথমবারের মতো বলিউডের সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করছি।’ তার এই মন্তব্য সম্বলিত নিউজ ও সাক্ষাতকার ফেসবুকে শেয়ার করে বেড়াচ্ছে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজটি।
যা নিয়ে পাঠকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর বৈরি প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেখানে সমালোচনার ঝড় বইছে ফারিয়াকে নিয়ে। পাশাপাশি ফারিয়ার মিথ্যাচারকে সমর্থন দেয়ায় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধেও নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্রপ্রেমীরা। তাদের দাবি, ইতিহাস ক্ষতিগ্রস্থ করাটা অনুচিত এবং অপরাধ। আর একজন শিল্পী হিসেবে ফারিয়ার অবশ্যই তার ইন্ড্রাষ্ট্রির খবরাখবর রাখা উচিত। কোনো মন্তব্য করার আগে বিষয়টি সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে নেওয়া উচিত। সেইসাথে সিনিয়রদের সাফল্য ও অর্জনকেও সম্মান করা উচিত।

শাকিবকে ভয় পেয়েছিলেন রিতু

তানিয়া রিতু

কালাম কায়সার পরিচালিত ছবিতে প্রথমবারের মতো নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানিয়া রিতু। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা—অপু বিশ্বাস ও তানিয়া রিতু। মায়ের ভূমিকায় অভিনয় করছেন আনোয়ারা ও আফরোজা বানু।

‘মা’ ছবিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া রিতু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে এ ধরনের একটা ছবিতে কাজ  করছি। চেষ্টা করছি গল্প বুঝে কাজ করতে। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করছি, এটা অনেক ভালো লাগছে। এ ছবিতে আমি নায়িকা অপু বিশ্বাসের পেরালাল একটা চরিত্রে অভিনয় করছি। গল্পে আমি শাকিব ভাইয়ের খালাতো বোন। আমার খালার চরিত্রে অভিনয় করছেন আনোয়ারা ম্যাডাম। তিনি চান আমাদের বিয়ে হোক। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। গত ২৬ তারিখ থেকে ছবির শুটিং চলছে। শাকিব ভাই ও আনোয়ারা ম্যাডামের সঙ্গে কয়েকটি সিক্যুয়েন্স শুটিং করেছি।’

রিতু জানান, ঢাকায় শুটিং চলবে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত। ফেব্রুয়ারিতে একটি গানের শুটিং করতে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। রিতু বললেন, ‘গানের দৃশ্যে আমি শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করব।’

নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করতে গিয়ে প্রথমে ভয় পেয়েছিলেন রিতু। নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি আরো বললেন, ‘প্রথমে ভাবছিলাম, শাকিব ভাই এত বড় শিল্পী, উনার সঙ্গে কীভাবে কাজ করব? কিন্তু দুদিন শুটিং করেই অবাক হলাম। তিনি এত সহযোগিতা করেন, যা বলে বোঝাতে পারব না। অভিনয়ে কোথাও ভুল হলে তিনি এত সুন্দর করে বুঝিয়ে দেন যে, কোনো কিছুই কঠিন মনে হয় না। সেটের বাইরে তিনি যেমন মুডি, শুটিংয়ের সেটে তিনি ততই সহজ। উনার সঙ্গে কাজ না করলে বুঝতাম না অনেক কিছুই।’

বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে রিতু বলেন, ‘ম্যাডাম তো মায়ের মতো সন্তানকে বোঝান, আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম সিনিয়রদের সঙ্গে অভিনয় করতে। কারণ, আমরা নতুন হিসেবে পুরাতনদের সঙ্গে কাজ করতে পারলে কাজ শিখতে পারব। নিজের ভুলগুলো ধরতে পারব।’

‘আয়না সুন্দরী’ ছবির মাধ্যমে অভিষেক হয় তানিয়া রিতুর। এরই মধ্যে ‘অ্যাডিকশন’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। এখন ব্যস্ত আছেন কালাম কায়সার পরিচালিত ‘মা’ চলচ্চিত্র নিয়ে। 

সাইমন-পরীর 'পুড়ে যায় মন' আসছে ২৯ জানুয়ারি [ভিডিওসহ]

সাইমন-পরীর 'পুড়ে যায় মন'

আগামী ২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে ঢালউিডরে তারকা সাইমন-পরীমনি জুটরি প্রথম সনিমো পুড়ে যায় মন। নর্মিাতা অর্পূব-রানা পরচিালতি সনিমোটি আগামী ৫ ফব্রেুয়ারি মুক্তরি কথা ছলি।

সাইমন-পরী ছাড়াও এ সনিমোয় আরও অভনিয় করছেনে মজিু আহমদে, আলীরাজ, শরীফ চৌধুরী প্রমুখ। সঙ্গীত পরচিালনা করছেনে জাবদে আলম কসিলু, হুমায়ন ও রুমি সনে। গানে কণ্ঠ দয়িছেনে- পড়শী, ইমরান, হুমায়ন, খয়ো, পারভজে, র্কনয়িা, রুমা ও পুলক।

গত ২৯ নভম্বের সন্সের র্বোডরে ছাড়পত্র পায় সনিমোট।

২০১৪ সালরে এপ্রলিে শুরু হয় সনিমোর শুটং। দলেওয়ার হোসনে দলিরে লখো গল্প অবলম্বনে সনিমোটি তরৈি করা হয়ছে। ট্র্যাজকি কাহনিী নয়িে সনিমোর গল্প তরৈি হলওে প্রমে ভালোবাসা খুব কমই থাকব।

পরচিালক রানা জানান, সনিমোয় মাত্র ১৫ মনিটি রয়ছেে প্রমেরে কাহনিী। আর এই ১৫ মনিটিরে কাহনিী নয়িইে পুরো সনিমোর গল্প তরৈি করা হয়ছে।

তনিি জানান, যুবক ছলে-েময়েদেরে কথা চন্তিা করইে এ সনিমো তরৈি করা হয়ছে।এর আগে সাইমন এবং পরীমনি সাভাররে রানা প্লাজা ধস নয়িে নর্মিতি সনিমো রানা প্লাজায় অভনিয় করনে। তবে সনিমোটি র্পদায় দখোনোর ওপর নষিধোজ্ঞা জারি করা হয়।

ঢাকা অভিযানে নেমেছেন মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ।

বিদ্যা সিনহা মিম ।


‘ক্লিন ঢাকা’ বা ‘পরিচ্ছন্ন ঢাকা’ অভিযানে নেমেছেন মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম জানিয়েছেন, অভিনয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকলেও এবারই প্রথম এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি। গতকাল মঙ্গলবার ঢাকার মতিঝিল এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে নামেন এই অভিনেত্রী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’-এর অংশ হিসেবে গতকাল রাজধানীর মতিঝিলে এক প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘আপনার সচেতনতাই পরিবর্তনের শক্তি’ শীর্ষক স্লোগানে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ প্রসঙ্গে মিম বলেছেন, ‘অভিনেতা সাব্বিরের মাধ্যমে আমি এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি।’ তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে সমাজের এ ধরনের একটি সচেতনতামূলক কাজে নিজেকে যুক্ত করতে পেরে আমি অনেক খুশি। পরিচ্ছন্ন ঢাকা প্রচারণার সঙ্গে যুক্ত সবাই আমার উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েছেন।’

এদিকে মিম এখন অপেক্ষায় আছেন তাঁর পরবর্তী ছবিটির মুক্তি নিয়ে। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে তাঁর নতুন চলচ্চিত্র ‘সুইট হার্ট’। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন রিয়াজ ও বাপ্পী। মিম অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবিটি হচ্ছে ‘ব্ল্যাক’। যৌথ প্রযোজনার এই ছবিতে মিমের সহশিল্পী সোহম।
 
Copyright © 2016 বিনোদন জগতের সেরা খবর