রাশিয়ার যুদ্ধ জাহাজ থেকে তুরস্কের নৌকায় গুলি
রাশিয়ার যুদ্ধ জাহাজ থেকে তুরস্কের একটি মাছ ধরা নৌকাকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। ইজিয়ান সাগরে মোতায়েন করা যুদ্ধ জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে তুর্কি নৌকা লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় তুরস্কের নৌকাটি রুশ রণতরীর ৬০০ মিটারের মধ্যে এসে পড়ে আর এ কারণেই সংঘর্ষের সম্ভাবনা এড়াতে চালানো হয় গুলি।
এদিকে এই ঘটনায় মস্কোয় নিযুক্ত তুরস্কের সামরিক দূতকে তলব করা হয়েছে। সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর তুরস্ক-রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন চলছে দীর্ঘ দিন ধরে। এরই অংশ হিসেবে নৌকায় গুলি চালানো হয়েছে বলে অনেকের ধারণা।