২৪৭ জেলে পরিবারকে কোটি টাকা অনুদান
প্রাকৃতিকদুর্যোগেনিখোঁজ ও প্রাণ হারানো ২৪৭ জন জেলের পরিবারকে এক কোটি টাকার বেশি অনুদান দিয়েছেসরকার।
রোববার সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪৭ জেলে পরিবারকে এক কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ১৬টি জেলার ২৮ উপজেলায় বসবাসরত ওইসব জেলে পরিবারকে এ সহায়তা দিয়েছে সরকার।
এ ধরনের ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে সরকারি সহায়তা অব্যাহত রাখার সুপারিশও করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে সিরাজগঞ্জে স্থাপিত সরকারি ভেটেরিনারি কলেজ নির্মাণ কাজ সঠিকভাবে পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করারও সুপারিশ করা হয়।
এছাড়া মৎস্য অধিদপ্তরের ‘স্ট্রেন্দেনিং অব ফিশারি অ্যান্ড অ্যাকুয়াকালচার ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ’ প্রকল্পের প্রশিক্ষিত ৩৩ জন কর্মচারীকে মৎস্য সম্পদ খাতে উন্নয়ন ও দক্ষ জনবল সেবা নিশ্চিতের লক্ষ্যে রাজস্ব খাতে স্থানান্তরে কমিটির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, গোলাম মোস্তফা বিশ্বাস, খন্দকার আজিজুল হক আরজু, মুহাম্মদ আলতাফ আলী ও সামছুন নাহার বেগম।